কবিদের উপর আস্থা রাখতে নেই হে স্বদেশ!
ওদের কথায় একদম ভরসা করো না,
ওরা দুধ দেখিয়ে তোমাকে ভক্ষিত
করাবে চিরতারজল, এরা সত্যকে সত্য
আর মিথ্যাকে করে দেয় উলঙ্গ।

কবিদের মুখাবয়ব দেখে অনুমান
করো না হে প্রদেশ!
তাদের দেখতে বিনয়ী হলেও এরা
একেকটা হিংস্র হায়েনা,
এদের দন্তাঘাতে নিমিষেই দংশন করে
রাষ্ট্রের দালাল আর বেজন্মা শুয়োর।
তারা সন্ধ্যার গোধূলিতে প্রায়শই
ছুটে যায় পতিতা পল্লীতে–
আর ক্ষণকালে লিপিবদ্ধ করেন
সুশীলদের তালিকা।

তাদের বিশ্বাস করো না রাষ্ট্র!
ওরা দাঁতালদের বিবস্ত্র করে নির্ভয়ে
খুলে দেয় সাহসের বোতাম আর দৃষ্টির আবরণ।
এরা চাইলে নিমিষেই লিখে পেলতে পারে
তোমার নদী বেচে আফিম কেনার ইতিহাস।

হে স্বদেশ–
তাদের আলাভোলা দৃষ্টিতে দৃষ্টি দিও না,
ওদের দু-নয়নে বসবাস করে আশঙ্কনীয় বিপ্লব!
আর শব্দবানে বদলে যেতে পারে
একেকটা ভূখণ্ডের চিত্রপট, ভূরাজনৈতিক
এবং কুর্সির চার পায়া।