নন্দলালের কয়গাছি চুল
তা ধরেছে পাঁক!
মধ্যে-খানে বিরান ভূমি
বিশালাকার টাক!
পাটায় বেঁটে নানান ভেষজ
লাগায় কতো তেল,
তেল ছপ-ছপ নন্দলালের
টাক হলো তার বেল!
মনের ভুলে মাখলো মধু
ন্যাড়া নন্দলাল,
এক নিমিষে টাকের উপর
পিঁপড়ে দিলো ফাল।
কেঁদে কেঁদে চেঁচায় নন্দ
শোরগোলে খিলখিল,
তা শোনে হায় জড়ো হঠাৎ
কাক-শকুন আর চিল!
বন-বাদাড়ে ছুটছে নন্দ
এ-কি করুণ হাল!
ধপাস করে পড়লো টাকে
গণ্ডা পাঁচেক তাল।