ভাটি বাংলা গাঁয়ের মেয়ে
সুরমা নদীর কোলে যেয়ে
ব্যাকুল করে  মন,
অষ্টাদশের ফাঁদে পড়ে
প্রেম যমুনায় টনক নড়ে
খুঁজে রসিক জন।

নতুন বৈঠা নিয়ে আজি
চায় যে হতে সুজন মাঝি
মন পবণের নায়,
পরিতে চায় ফুলের মালা
জোয়ার ভাটায় বাড়ে জ্বালা
থাকা বিষম দায়।

চিকন গলায় গুণ গুণীয়ে
উদাস মনে তাল মিলিয়ে
কন্ঠে তুলে গান,
মনের মতো বন্ধু পেলে
জড়িয়ে ধরে তাহার গলে
করবে যৌবন দান।

বাণ ডেকে যায় ভাব মোহনায়
ডাকছে তাঁরে প্রেম যমুনায়
সময় হলো আজ,
ভাসিয়ে দিবে পূর্ণ তরী
সব উপাচার উজাড় করি
অবিনশ্বর সাজ।