আমি লজ্জিত!
বিবেক শূন্য বলাৎকারে কলুষিত জননীর শরীর
পাষণ্ড ধর্ষকের কবলে হরণ কিশোরীর কুমারীত্ব,
আমি শঙ্কিত, অবিরাম বিমুখ দংশনে চলেছি ধূসর
আমার মা বোন আর কতো ভাবে হবে ধর্ষিত?
আমি নই প্রতিবাদী!
ভেসে বেড়াচ্ছে ধর্ষিতা সদ্য নববধূর লাশের দুর্গন্ধ
শোকাহত পিতার মাতম, মায়ের আহাজারি,
শকুনের লোলুপতায় হেনেছি বিশ্বাসের আঘাত-
আর্তনাদের ক্রন্দনে আজ আকাশটাও ভিষণ ভারী।
আমি রাখিনি মনে!
কোলেপিঠে নিয়ে করেছো দৈনন্দিন সময় ক্ষেপণ
কি অপরাধ ছিলো মা- আমায় তোমার গর্ভধারণে.?
আদরে সোহাগে উজাড় মৃত্তিকায় আগলে রেখে-
কি দোষ ছিলো তোমার বুকে দুগ্ধ দানে.?
আমি কুলাঙ্গার!
জাতীয় সংগীতের চরণ গুলোও আজ ভুলে গেছি
ভুলে গেছি রণসঙ্গীত কবিতার চল্ চল্ প্রতিধ্বনি,
পাল্টা জবাবের গোলকধাঁধায় আছি মুখ গুঁজে-
থুথু ছিটিয়ে নস্যাৎ করে দাও আমায় হে জননী।
আমি অপদার্থ!
তোমাকে বারবার পড়তে হয় নরপিশাচের উলঙ্গ অত্যাচারে- হতে হয় নিগৃহীত ধর্ষণে,
অশ্লীলতার দিয়েছি কি প্রতিদান?আমি অসার স্থাণু
আমার কলম ছিলো মিথ্যাবাদী ক্ষুরধার লিখনে।
আমায় ক্ষমা করো মা!
গর্ভধারিণী জননী- করো ক্ষমা হে আমার বোন
আমি নতজানু হয়ে ক্ষমা চাই হে নারী,
পুরুষত্ব উঠেছে আমার নিলামে, ঐ নপূংশকের
অপকর্মে চাপা ছিলো মোর যৌবনের প্রভাত ফেরী।
আমার ফাঁসি হওয়া উচিত!
মা তোমাদের সম্মান আমি মিশিয়েছি ধূলোয়
যৌন নিপিড়নের প্রতিবাদে সংকোচিত থাকি লজ্জায়,
আমি অকৃতজ্ঞ নেই আমার কোন ঠাঁই!
আমি ফাঁসি চাই! আমি আমার ফাঁসি চাই! ফাঁসি চাই।