সৃষ্টির শুরু আদম হাওয়া
মানব সৃষ্টি পর,
এক বিধাতার ছায়াতলে
ভিন্ন বাঁধি ঘর।

শ্রেষ্ঠ জীবের মানব মোরা
তার উপরে নাই,
হানছি কেন ধর্মে আঘাত
কাটছি ভাইকে ভাই?

মসজিদ ভেঙে ধূলোয় মিশে
মন্দির পুড়ে ছাই,
ধর্মে যে আজ হানাহানি
সাম্য কোথায় পাই?

আল্লাহ হরি ঈশ্বর একি
আমরা তাঁহার দাস,
দিচ্ছি কেন জাত ধরে টান
ধর্মের নামে ত্রাস?

গুমরে কাঁদাই মানবতার
পাই কিরে ভাই সুখ?
ধর্ম ধরে করছি বড়াই
আনছি ডেকে দুখ।

ধর্ম মোদের জীবন বিধান
হিংসা ত্যাগের পথ,
করবো লড়াই মানবতার
যাই চালিয়ে রথ।