যৌতুক পেলে শ্বশুর খুশি
ভরে তাদের প্রাণ,
আদর সোহাগ করে কতো
বরে ডাকে জান।
এই সমাজে কেমন প্রথা
আমরা দেখি ভাই,
মেয়ে সন্তান জন্ম নিলে
কষ্টের সীমা নাই।
কতো নারী শ্বশুর বাড়ি
নির্ঘুম কাঁটায় রাত,
সোনা-রূপার থাকলে বাকী
দেয় না বরে ভাত।
বরের বাবা লক্ষ টাকা
দাবী করে রয়,
চাই'যে আরো দামী গাড়ি
স্বার্থ করতে জয়।
যৌতুক ভেবে কৌতুক করে
চাইছে যারা পণ,
বিয়ে নামে ফটকা বাজি
আসল হলো ধন।