নিঃসঙ্গ দেউলে বসিয়া দেবতা
ফেলিছে আঁখির জল,
কোথা গিয়াছে পূজারিণী তার
করিয়া তাহারে ছল।
প্রদীপ জ্বলিয়া গিয়াছে মিশে
অঙ্গার হইয়াছে বুক,
প্রদীপের আলো গিয়াছে ঢলে
গিয়াছে ফুরিয়ে সুখ।
রহিয়াছে খোসা ছিন্নে ভিন্নে
নাগালে ধুনচি নাই,
প্রসাদের থালা রহিলো পড়ে
নিয়াছে ধুলোয় ঠাঁই।
অসেনি কেহই পুষ্পের বাগে
গিয়াছে শুকিয়া ফুল,
নাহি জুটিলো অতুল প্রসাদ
ক্ষীর ননী ফলমূল।
কেন আসেনি পূজারিণী তার
ভাবিছে দেবতা হায়!
ভক্তের তরে আঁখি-র জলে
চরণ ভিজিয়া যায়।