সিঁদুর মেঘের প্রলয় নাচন
বর্জ্য গেলো উড়ে,
শন-শনাশন বায়ুর বেগে
বৈশাখ এলো জুড়ে।

উড়ছে দেখো গগনতলে
রঙবেরঙের ঘুড়ি,
দেখব চলো কোথায় থাকে
চরকা কাটা বুড়ী।

রাঁধছে দেখো সরষে বেটে
ইলিশ মাছের ঝোল,
বাজছে দেখো বটের তলায়
বাদ্যি বাজনা ঢোল।

শস্যে শ্যামল মাঠের বাঁটে
ধান বালিকার হাঁক,
নতুন করে আসলো দেখো
পহেলা বৈশাখ।

হাসছে দেখো খোকা খুকীর
তপ্ত তনু–প্রাণ,
সকল গ্লানি দাও মুছিয়ে
গাও বৈশাখের গান।