বিশ্ব যখন চন্দ্রে গমন
শিল্প জ্ঞানের দর্শনে!
বঙ্গে আমার অঙ্গে আঘাত
পলিটিক্সের ঘর্ষণে।
অর্থনৈতির গর্দান টিপেই
কালনেমি'দের লঙ্কা ভাগ,
বিবেক পিষে বুটের তলায়
দেখ্ রে বিষু চাইয়া রাখ।
বাঁধন কুমার সদন গড়ে
আঁতেল দিয়ে ভরায় গাঁ,
ঐ আঁতেলের বিদ্যা দেখে
মাতালেও নাড়ায় পা!
গণ্ডমূর্খের তুষ্টি করণ
আঘাত ঘটায় মঙ্গলে,
ভবিষ্যতের টোটো টেনে
বঙ্গ ঢাকাই জঙ্গলে!
পিশাচ ঘেরা রাজনীতিতে
লুটতরাজের কারখানা,
রাজকোষের আজ ভাণ্ড উজাড়
পুঁজিবাদের আস্তানা।