কোনো একসময় ভিষণ ভাবে আমি তোমাকে
পড়তে চেয়েছিলাম, খোঁজ করতে চেয়েছিলাম
তোমার হৃদপিণ্ডের প্রত্যেকটি আবরণ!
তোমার বসন-ভূষণ, বক্ষ বন্ধনী সব কিছু উপড়ে
লীন হয়ে বুঝতে চেয়েছিলাম কতটা অনুরাগ
ধারণ করতে পারো হৃদয়ের গহীন হতে গহীনে।
প্রবল জিঘাংসায় ওষ্ঠ যুগলে কামড়ে ধরে
আমি খুঁজতে চেয়েছিলাম তোমার
ভালোবাসার উৎস মুখ।
হায়েনার মতো খামচে ধরতে চেয়েছিলাম তোমার স্তন্যবৃন্ত, বিষাক্ত আঁচড়ে রক্তাক্ত করে মাপতে
চেয়েছি তোমার রক্ষিত হৃদয়ের গভীরতা।
আমি ক্ষুধার্ত চাষার মতো লাঙ্গলের ফলায়
তোমাকে আবাদ করতে চেয়েছিলাম,
চেয়েছি জল শূন্য নীরস জমিতে প্রচন্ড পৌরুষে
সাজাতে আমার সোনালী ফসলের মাঠ।
একদিন আমার যজ্ঞের বলি'টাকে নিয়ে
তোমার উপর ঝাঁপিয়ে পড়তে চেয়েছি, যেতে
চেয়েছি ছিঁড়ে খুঁড়ে সেই অতলান্ত হৃদয়ের গভীরে–
কিন্তু কখনো বুঝতে শিখিনি দুর্দন্ত
কামনায় আমার লুটেরা পৌরুষকে সরিয়ে
রাখবে তোমার বহতা নিঃশ্বাস।