জানো নীলা.....
বেদনার নীল রঙে নীল হতে হতে
আমি আজ নীল বর্ণ,
চোখের কোণে অথৈ জল রাশি,
ঝরছে অঝোরে বাদল ধারার মতো,
বুকের জামাটা ভিজে ভিজে আর শুকাতেই চায় না।
দু'চোখের পাতা ক্রমশ ফুলতে ফুলতে কখন যে ঘুমকে হারিয়ে ফেলেছি....
জানে হয়তো সৃষ্টিকর্তা।

জানো নীলা......
তোমার দেওয়া আঘাতে বাসা বেঁধেছে মরণ নামক জীবাণু,
সারাক্ষণ কুরে কুরে খাচ্ছে আমার দেহ, মন আর প্রাণ।
কোথায় গেলে শান্তি পাবো বলতে পারো.....?

জীবনটা আজ আমার বড্ড বেদনার....
দিনের পর দিন,
রাতের পর রাত নির্ঘুম কাটিয়ে যাচ্ছি আমি।
আর তুমি...?
সেটা নাই বা বললাম আমি।

জানো নীলা......
ঘুমের মাঝে আমি আজও চিৎকার করে উঠি,
তোমাকেই খুঁজি দু'চোখে.....
তোমার নাম জপতে জপতে কখন যে রাত ভোর হয়ে যায়.....

জানো নীলা......
পাখির ডাকে ভোরের আলোয় আমি তোমাকে দেখি লাল সূর্যের ঠিক মাঝখানে।
বলতে পারো এটা আমার বোকামি.....!!
বোকাই ছিলাম আমি নীলা....
শুধু তোমার প্রেমের জন্য বোকা হতে হতে আজ আমি পাগলের খাতায় নাম লিখিয়েছি.....
আমি শুধুই যে পাগল ছিলাম তোমার প্রেমে।
আমার নিঃশ্বাসে আর বিশ্বাসে ছিলে তুমি।

জানো নীলা,
দিনের পরিক্রমায় আজ আমি নিঃস্ব রিক্ত সিক্ত....
মরণ পথে একটু একটু করে এগিয়ে চলেছি আমি,
যদি কোনো দিন তুমি শুনতে পাও,
যার জন্যে তুমি চোখের জল ফেলতে,
রাত্রি জেগে চিঠি লিখতে,
স্বপ্নে যাকে জড়িয়ে ধরতে,
অলস বিকালে মনে মনে যার ছবি আঁকতে,
সে চলে গেছে পৃথিবী থেকে অনেক দূরে....
সেদিন একটু হলেও সকল অভিমান ভুলে এসো আমার সদ্য মৃত লাশের পাশে,
তাহলেই যে শান্তি পাবো আমি নীলা।