সুরের তানে নাচছে গাধা
বানর মামার বিয়ে,
সিংহ মশাই ডাক ডুমা ডুম    
ঢোল বাজনা নিয়ে।

কনের সাজে কাঠবিড়ালি
ফিসফিসিয়ে কাঁদে,
হাতি ঘোড়া খেঁক শেয়ালে
ঐক্যবদ্ধে রাঁধে।

জমছে খেলা সারা বেলা
বর পরেছে শাড়ি,
কদম ফুলে কানের দুলে
যাবে কনের বাড়ি।

তাইনা শুনে কনের মাতা
লুঙ্গি পরে নাচে,
ভিড় করেছে শালিক ঘুঘু
রইলোনা আর গাছে।

ধুমধাড়ক্কা বিয়ের পিড়ি
উভয় পক্ষ রাজি,
বড্ড খুশি বানর মামা
বাঘ সেজেছে কাজি।