বিলের জলে বর্ষাকালে
ফোটে শাপলা ফুল,
অঝোর ধারায় বৃষ্টি নামলে
ভরে নদীর কূল।
ফুল ফসলে এই ধরণীর
মুগ্ধ করা দেশ,
রূপ মূহুরীর বাংলাদেশে
গর্বে মোরা বেশ্।
বর্ষা কালে চাষি ভাই'রা
করে আমন চাষ,
সোনার ফসল ঘরে তুলে
কাটে বারো মাস।
রাখালিয়া বাজায় বাঁশি
কন্ঠে মধুর সুর,
পশু পাখির কলকলানি
দুঃখ হয়'রে দূর।
বাংলা আমার মাতৃভূমি
সৃষ্টি খোদার দান,
তারি মাঝে হারিয়ে যাই
দেখে বহ'মান।