আসুক ফিরে হারানো দিন
আমার ছেলেবেলা,
আসুক ফিরে ডাংগুলি আর
পুতুলপুতুল খেলা।
আসুক ফিরে রাখাল ছেলের
মোহন বাঁশি সুর,
আসুক ফিরে পল্লীগায়ের
শিশির ভেজা ভোর।
আসুক ফিরে শস্য শ্যামল
ধান কাউনের মাঠ,
আসুক ফিরে পদ্মাপাড়ের
শেওলা জমা ঘাট।
আসুক ফিরে বন-বিটপ আর
সদ্য ফোঁটা জুঁই,
আসুক ফিরে শিমুল পারুল
মাচান ভরা পুঁই।
আসুক ফিরে ডিঙির সারি
মুক্ত বালুচর!
আসুক ফিরে কাশের বনে
চখাচখির ঘর।
আসুক ফিরে মন মোহিনী
শিউলি ভরা ঘ্রাণ!
আসুক ফিরে মাঝি-মাল্লার
ভাটিয়ালি গান।