ওগো প্রিয়া কাঁপে হিয়া মন দিয়া নিলে,
তুমি হীন কাটে দিন দেহ ক্ষীণ দিলে।
কেনো গেলে একা ফেলে দুটি মেলে ডানা,
কাছে এসে ভালোবেসে দিলে শেষে হানা।

কতো স্মৃতি প্রেম-প্রীতি কতো গীতি গান,
কলি ফোটে রবি ছোটে নাহি উঠে তান।
তনু-মনে প্রতি ক্ষণে খুঁজি বনে রোজ,
ছল-ছলে আঁখি জলে পাবো বলে খোঁজ।

তুমি ছাড়া  নীড় হারা দাও সাড়া পাখি,
একা ঘরে প্রিয়া তরে জলে ভরে আঁখি।
অবিরত আঁকি কতো ভাসে যতো ছবি,
ভাবি হায় বেলা ধায় পাটে যায় রবি।

নিশি ভোরে বসে দোরে ক্ষত ঘোরে রই,
এই ভূমি গেলো ঘুমি কোথা তুমি সই?
রেখো মোরে বাহুডোরে নাহি ছুড়ে আর,
অকাতরে  বক্ষে ভরে দিও করে পার।