আষাঢ়ের আগমন তটিণীর ভরে জল,
বরষার বারিধার ডুবে যায় ধরাতল।
তেজীয়ান বরিষণ তপনের দেখা নাই,
সারাদিন ঘনমেঘ একাকার নিলো ঠাঁই।

কাদাময় মেঠোপথ নদীপথ নায়ে পাড়,
অবিরাম বারিময় দেখি হায় পারাবার।
জলাশয় ভরে রয় বিলে-ঝিল মাঠে ঘাট,
হরষেই ফিরে পায় অবনীর নবঠাট।

সবুজের নীলিমায় রূপেসাজ চারিপাশ,
ভরে মাঠ আউশের চাষী ভাই করে চাষ।
পবনের আগমন জগতের আলোড়ন,
মরুময় গেলো ফের বাগে বন উচাটন।

চুষে নেয় চাতকের পিপাসার যতো জল,
জাগে মূল ফুটে ফুল মধুমাস কতো ফল।
তরুবর  নব-প্রাণ  ফিরে পায় কচি ঢাল,
খুশিমন জেলেদের ধরে মাছ ফেলে জাল।