যারা আমাকে- আমার জীবনের এই অন্তিম সময়ে ভেঙেচুড়ে তছনছ, চুরমার করে দিতে চেয়েছিলো- আমি তাদের কথাই বলছি।
আমি অবাক হই, যারা আমার চলন্ত পথের কাটা হতে- যেখানে চেয়েছিলো আমায় ক্ষত করতে প্রতিনিয়ত,
ভেবেছিলো হয়তো কখনো উঠে না দাঁড়াতে-
চেয়েছিলো মুখ থুবড়ে পথে বসে থাকি- আমি তাদের কথাই বলছি।
ওরা চেয়েছিলো আমাকে কাগজের টুকরো'র মতো ছিন্নবিচ্ছিন্ন করে উত্তাল সমুদ্রে ভাসিয়ে দিতে,
চেয়েছিলো তাদের শক্ত পায়ে পিষে ধূলিসাৎ দিকশূন্য করে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে নিতে।
আমি তাদের ভেবে অবাক হই- যারা আমাকে জলন্ত আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিলো,
চেয়েছিলো- অতল সমুদ্রে ডুবিয়ে নিঃস্ব করতে-
আমি তাদের কথাই বলছি।
যে আমাকে দুঃখের বনসাইয়ে গুটিয়ে দিয়ে উড়িয়ে দিতে চেয়েছিলো- আমি তাদের উদ্দেশ্য করে বলছি!
আমি সেই তছনছ জীবন থেকে বাঁচতে শিখেছি-
শিখেছি আমার কাঁটাযুক্ত পথে কিভাবে চলতে হয়।
আমি আজ এক একটি পাখির মতো- এখন নির্ভয়ে
প্রাণ খুলে মুক্ত আকাশে উড়তে পারি, কেউ থামাতে পারে না আমায়, আমি এখন উত্তাল সমুদ্রের জলের মতো- আমার শত লাঞ্ছনা বঞ্চনার দুঃখ কষ্ট আমিও মিশে দিতে পারি জলের সাথে একাকার করে।
আমি এখন সময়ের নিয়মতান্ত্রিক মেনে চলতে সক্ষম হয়েছি, পুড়িয়ে যাওয়া ছাই হতে আমিও গর্জে উঠতে জানি! জানি- তাদের পিষাক্ত পায়ের নিচ থেকে-
ফিনিক্স পাখির মতো উড়ে যেতে।
উত্তাল সমুদ্রের তল থেকে সাঁতার কাটিয়ে কূল ছোঁইতে জানি, পারি আমার শত দুঃখ লাঞ্ছনায়, নিঃসঙ্গ কারীর কবল থেকে ফিরে আসতে, শিখে গেছি তাদের অশুভশক্তির ফাঁদ থেকে নিজেকে কিভাবে বাঁচাতে।