আমি নারী রাঁধতে পারি
বাঁধতে পারি চুল,
গোবর হতে পদ্ম ফুটাই
সাঁতরে ধরি কূল।

আমি নারী করতে পারি
মাউন্ট এভারেস্ট জয়,
দুইকে আমি এক করিনা
তিনকে করি ছয়।

আমি নারী ধুইতে পারি
হাঁড়ি পাতিল থাল,
দশবারো হাত শাড়ী পরে
মারতে পারি জাল।

আমিই নারী সবই পারি
কাটতে পারি ধান,
নূপুর পরে নাচতে পারি
গাইতে পারি গান।

আমি নারী হাসতে পারি
মুক্ত মনে ধায়,
পাঞ্জা দিয়ে লড়তে পারি
শেকল পরা পায়।