এলো এলো শীতকাল
নেমে এলো কুয়াশা,
শুকে গেলো প্রকৃতি
পেলো তার পিয়াসা।

বিটপীর ঝরে পাতা
বায়ু তোলে শিহরণ,
মরমরে বাজে ধ্বনি
অরণ্যের তরুবন।

ধুম পরে পিঠাপুলির
পল্লী মা কুঁড়ে চাল,
হিমানীর হিম শীতে
খুঁজাখুঁজি পাকা তাল

খড়কুটোর জ্বেলে আগুন
বেলা খুঁজি কদ্দূর।
কুয়াশার চিরে বুক
কবে পাই রোদ্দুর!