প্রকৃতির এই নীলা ভূমি
কোন সাধকের সৃষ্টি,
বৃক্ষ লতার পাহাড় পর্বত
চক্ষু জুড়ায় দৃষ্টি।
পাকা রাস্তার দু ধারে'তে
দীর্ঘ গাছের সারি,
পাহাড় চূড়ায় আদিবাসীর
বাঁশ গাছালীর বাড়ি।
ডিম পাহাড়ও আলীর গুহা
মেরাইতং এর চূড়া,
শৈলকুটি দামতুয়া'তে
গর্বিত আজ মোরা।
মেলবন্ধনে আলীকদম
স্বচ্ছ একটি ভূমি,
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান
চাক ত্রিপুরা খুমি।
নেংটি কোদাল কাস্তে দ্বারা
জুম চাষে বা মাঠে,
মিলন প্রীতির আবদ্ধিত
মহল্লায় বা হাটে।