আঁকবে যখন খোকন তুমি
ইচ্ছে মতো আঁকো,
ঘাটে বাঁধা পাল তোলা নাও
মুলিবাঁশের সাঁকো।

আঁকতে পারো জোয়ারভাটা
শান্ত নদীর কূল,  
আঁকতে পারো জুঁই চামেলি
কলমি ফুলের দুল।

আঁকতে পারো খোকন তুমি
পাতিহাঁসের ঝাঁক,  
আঁকতে পারো পল্লী গাঁয়ের
মেঠোপথের বাক।

আঁকতে পারো মৎস্য ভরা
শান্ত পুকুর ঘাট,
আঁকতে পারো শস্য শ্যামল
কাঁকন ধানের মাঠ।

আঁকতে পারো খোকন তুমি
সূর্য- দীঘল বাড়ি,
এঁকো খোকন বন-বিটপীর
গাছের সারি সারি।