দেখছ-নি ভাই আজব কাণ্ড
চাঁদের দেশে মানব বাস!
পা নাড়াচ্ছে মাতাল গুলো
ধরম তলায় নন্দ দাস।

বিলের বুকে অস্তে রবি
মরুর দেশে জলের বান,
স্বপ্ন-ঘোরে দেখছি একি!
বোবার মুখে কবিগান।

মানব পিঠে চড়ছেন হাতি
কুমির চড়ে গাছের ডাল!
সিংহরাজের কাঁপায় পিলে
দুষ্টু দুসর বানর পাল।

ভূতল তলে পাখির আলয়
নীল গগনে উড়ছে মাছ!
ঝিঙে দুলে টিনের চালে
জলের নিচে পঙ্খীরাজ।

রাস্তার উপর নৌকা চলে
যান্ত্রিক যানযট গেল কই?
ঊষর ভূমে শস্য ফলায়
গাধার পিঠে লাগায় মই।