বিদ্রোহী কবি শ্রদ্ধেয় কাজী নজরুল ইসলামের
"চল্ চল্ চল্" কবিতার অনুকরণে লেখা।
চল্ চল্ চল্!
মুছে নে তোরা অশ্রুজল,
উঠ'রে হাঁকিয়া তেজি অনল
রক্ত- রুধির ভাঙি আগল
চল্'রে চল্'রে চল্
চল্ চল্ চল্।।
ওরে- নাশিতে অসুর জাত
তার- ভাঙিতে কালো হাত
রোধিব মোরা মরণাঘাত
বাঁধিবো শত্রুদল।
আমরণে আজ লুটিবো প্রাণ
অর্জিবো মোরা নিলীন শান,
ধ্বংস করিবো জুলুম জান,
রক্তে জোশ প্রবল!
জাগ রে- হে সেয়ান,
উঠেছে দেখ্ তুফান-
রণে রণে তুল্ রক্তগোলাপ
স্মরিয়া ঐ জাহান,
জ্বালরে পায়ের তল
চল্'রে চল্'রে চল্
চল্ চল্ চল্।