নিজস্ব সংলাপ - ৩৪১
------------- আনোয়ার মজিদ
যাতনার রং নীলচে কালো
থেঁতলে যাওয়া মন
ঝাঁঝড়া বুকে পাঁজরা ভাঙ্গে
প্রেমের বিজ্ঞাপন।
নিজস্ব সংলাপ - ৩৪২
-------------- আনোয়ার মজিদ
এস এম এস এ মন ভরেনা
ধুত্তুরি
রঙ্গিন খামে লেইখো চিঠি
যুতকরি।
নিজস্ব সংলাপ - ৩৪৩
------------- আনোয়ার মজিদ
মনে ফাগুন আগুন জ্বালে
বিবেক পুড়ে আগে
দৃষ্টি শ্রবণ কেন্দ্রীভূত
প্রেমের অনুরাগে।
নিজস্ব সংলাপ - ৩৪৪
-------------- আনোয়ার মজিদ
মনের ঘরে শুরশুরি দাও
তুমি বেজায় পটু
প্রতিদানে হাই হ্যালো
সেটাও দৃষ্টিকটু!
নিজস্ব সংলাপ - ৩৪৫
------------- আনোয়ার মজিদ
নষ্ট হওয়ার রসদ যোগাও
তুমি চতুর কারিগর
ডলার ছুঁয়ে ফানুস উড়াও
ভন্ড প্রেমী বাজিগর।
নিজস্ব সংলাপ - ৩৪৬
-------------- আনোয়ার মজিদ
কবির কবিতা হইও সখী
প্রেমিকা হইওনা
প্রেম সাগরে ডুবেও কবি
প্রেম কি বোঝেনা।
নিজস্ব সংলাপ - ৩৪৭
-------------- আনোয়ার মজিদ
মানুষ ভবে শ্রেষ্ঠ তবে
নিঃস্বওতো জবর
সুখের আশায় হাতরে বেড়ায়
দোলনা থেকে কবর।
নিজস্ব সংলাপ - ৩৪৮
-------------- আনোয়ার মজিদ
জীবন যদি আমৃত্যু
যৌবনে খেলা করতো
তোমার দেয়া দুঃখগুলো
তোমার পিছু ধরতো।
নিজস্ব সংলাপ - ৩৪৯
------------- আনোয়ার মজিদ
ভালোবাসার একুল ওকুল
দুই কুলেতেই তুমি
হৃদয়হীনার করাল গ্রাসে
জীবন বধ্যভূমি।
নিজস্ব সংলাপ - ৩৫০
---------------- আনোয়ার মজিদ
কেউ না হাটুক
দৌড়ে বেড়াই একাই
ভালোবাসার রণাঙ্গনে
অামিই হবো টোকাই।
নিজস্ব সংলাপ - ৩৫১
-------------- আনোয়ার মজিদ
ভেতরে বাহিরে দহন
জ্বালায় অনুক্ষণ
কি করে সাজাই সখী
প্রেমের বৃন্দাবন।
নিজস্ব সংলাপ - ৩৫২
--------------- আনোয়ার মজিদ
মনের ভেতর অন্ধকার
নিয়ন আলোয় ঘুচবেনা
মন্দ পথে আলোর নাচন
মরীচিকা ক্ষত মুছবেনা।
নিজস্ব সংলাপ - ৩৫৩
--------------- আনোয়ার মজিদ
কাঁদলে যদি দুঃখ যেতো
বইয়ে দিতাম নদী
ভালোবাসার পানসী নায়ে
ভাসতাম নিরবধি।
নিজস্ব সংলাপ - ৩৫৪
----------------- আনোয়ার মজিদ
কিছু প্রেম সম্পর্কে বাঁধা
যায়না
কিছু সম্পর্ক নামকরণে
সাজেনা।
নিজস্ব সংলাপ - ৩৫৫
--------------- আনোয়ার মজিদ
আধিকাংশের কাছে যে
বর্জনীয় হয়
কারো না কারো কাছে
অপ্রিয় সে নয়।
নিজস্ব সংলাপ - ৩৫৬
------------- আনোয়ার মজিদ
কারও মতো নইতো আমি
আমার মতো কেউই নাই
কারও মতো কেউ হয়না
সৃষ্টে স্রষ্টা মহান তাই।
নিজস্ব সংলাপ - ৩৫৭
--------------- আনোয়ার মজিদ
কেউ নয় পর সবাই আপন
আদমজাত যদি হও
স্বার্থ ছুঁয়ে কষ্ট করে
নষ্ট হওয়ার ব্রতী হও।
নিজস্ব সংলাপ - ৩৫৮
---------------- আনোয়ার মজিদ
স্বপ্নগুলো পর হয়ে যায়
আলোর ঝলকানিতে
দুখের স্মৃতি বাড়ায় প্রীতি
মনের বেলকনিতে।
নিজস্ব সংলাপ - ৩৫৯
---------------- আনোয়ার মজিদ
চৈত্র খরায় পুড়লোরে মন
বর্ষা ছুঁয়ে দেখলোনা
ফাগুনে অাগুন বাড়লো দ্বিগুণ
শীতেও জ্বালা মিটলোনা।
নিজস্ব সংলাপ - ৩৬০
----------------- আনোয়ার মজিদ
পুরুষ থেকেই নারীর জন্ম
নারী থেকেই মানবকুল
সৃষ্টে স্রষ্টা তুমিই মহান
ভেদ বুঝিনা হই আকুল।
নিজস্ব সংলাপ - ৩৬১
---------------- আনোয়ার মজিদ
বিবেক ঘুমায় ঘাটে
সুনসান নীরবতা
সভ্যতা উঠেছে লাটে
বিপন্ন মানবতা।
নিজস্ব সংলাপ - ৩৬২
---------------- আনোয়ার মজিদ
জোস্না যায় চুরি
মেঘের অকাল গর্ভাপাতে
অলস ঘুমায় রাত
প্রেমিকার অভিসম্পাতে।
নিজস্ব সংলাপ - ৩৬৩
------------------ আনোয়ার মজিদ
ভালোবাসলাম তোমায় বন্ধু
তুমি ভাবলে মন্দ না
বিনিময়ে কথার ছলে
বাড়িয়ে গেলে যন্ত্রণা।
নিজস্ব সংলাপ - ৩৬৪
----------------- আনোয়ার মজিদ
প্রেম সেতো নয়
শুধুই যৌবনমুখী
মনকে বলো বয়স দিয়ে
কেমন করে রুখি।
নিজস্ব সংলাপ - ৩৬৬
---------------- আনোয়ার মজিদ
কতটা প্রেমে বলো
একতারা হয় মন
কতটা দহনে ফোটে
ফকির লালন?
কতটা দ্রোহে জাগে
নজরুল কবি
কতটা বিরহ মন্থনে ওঠে
মহাগুরু রবি?
নিজস্ব সংলাপ - ৩৬৭
----------------- আনোয়ার মজিদ
আগুন এখন দহনসীমার নীচে
কবিতা ঘুরে ক্ষমতার পিছেপিছে
কবির কথা নাইবা বলি আজ
দ্রোহ সাজায় হানিমুন সী-বিচে।
নিজস্ব সংলাপ - ৩৬৮
----------------- আনোয়ার মজিদ
রক্তস্নাত বর্ণমালায়
শব্দমালার সারি
বিচরণ খাত নিরাপদ থাক
স্বাগত ফেব্রুয়ারি।
নিজস্ব সংলাপ - ৩৬৯
-------- আনোয়ার মজিদ
স্বার্থপর হতে হতে
একা হয়ে যায়
মন পোড়া আগুনে
বাসর সাজায়।
নিজস্ব সংলাপ - ৩৭০
--------- আনোয়ার মজিদ
স্বার্থান্ধের এই জামানায়
কার স্বার্থ কে দেখে
সেই নিয়ে চলছে জুয়া
বাজিতে বিবেক রেখে।
নিজস্ব সংলাপ - ৩৭১
----------- আনোয়ার মজিদ
ভালো কর্ম যায়না বৃথা
অপকর্মে বিবেক খুন
মানুষ মানেই মানবতা
সৃষ্টি শ্রেষ্ঠ মহৎ গুণ।
নিজস্ব সংলাপ - ৩৭২
---------- আনোয়ার মজিদ
বয়স বাড়ে বাড়ছে বাড়ুক
যৌবনে মন রাখবো
রমনীয় ফাগুন ছুঁয়ে
স্বপ্নফ্রেমে থাকবো।
নিজস্ব সংলাপ - ৩৭৩
---------------- আনোয়ার মজিদ
(ভালোবাসা দিবস ১৭)
সারাজীবন বাসবো ভালো
আজকে না হয় থাক
যার মনে প্রেম ঘাটতি আছে
সে করুক হাক ডাক।
নিজস্ব সংলাপ - ৩৭৪
------------------ আনোয়ার মজিদ
( ভালোবাসা দিবস ১৭)
ভালোবাসা নয় চিত্রকলার
সরব প্রদর্শনী
পবিত্র প্রেম আর করোনা
দিবসে আমদানি।
নিজস্ব সংলাপ - ৩৭৫
--------------- আনোয়ার মজিদ
কাঁটার মতোই ফুলেল অঙ্গে
থাকবো জড়িয়ে
কেমনে বল বিরোহী প্রিয়া
রাখবে সরিয়ে।
নিজস্ব সংলাপ - ৩৭৬
----------------- আনোয়ার মজিদ
কষ্ট ছুঁয়ে নষ্ট হবো
নষ্টামিতে ছাই
প্রিয়ার চোখে কাজল হতে
কষ্টকে সাজাই।
নিজস্ব সংলাপ - ৩৭৭
---------------- আনোয়ার মজিদ
নষ্টা মেয়ের সৃষ্টি দেখো
বৃষ্টি দেখোনা
মেকি হাসির কৃষ্টিতেতো
তোমার ছলনা।
নিজস্ব সংলাপ - ৩৭৮
--------------- আনোয়ার মজিদ
মন্দের মাঝে মন্দ আমিই
অতঃপর ভালোই আছি
বিবেক শিকেয় তুলে
খেলছি কানামাছি।
নিজস্ব সংলাপ - ৩৭৯
------------------ আনোয়ার মজিদ
প্রেম পিরিতির মানুষগুলো
একটু ভিতুই হয়
দায় নিতে কেউ হটলে পিছু
প্রেমতো নীচু নয়।
নিজস্ব সংলাপ - ৩৮০
------------------ আনোয়ার মজিদ
কেউ কেউ আপন হয় নির্দ্বিধায়
কেউবা হয় পর অগোচরে
ভেদ বোঝা দায় আপন পরে
হাতরে বেড়াই অন্দরে বাহিরে।
নিজস্ব সংলাপ - ৩৮১
----------------- আনোয়ার মজিদ
রুমাল ভিজেছে ঘামে
দুঃখ ছুঁয়ে সন্ধ্যা নামে
এলোকেশে রাত্রি অপেক্ষায়
জীবন বিকাই পানির দামে।
নিজস্ব সংলাপ - ৩৮২
------------------ আনোয়ার মজিদ
মন প্রেমোময়
মোহ মায়ার জটিল সমীকরণ
যতই বাজুক
কামনায় প্রেম হয়না বশীকরণ।
নিজস্ব সংলাপ - ৩৮৩
---------------- আনোয়ার মজিদ
এই দুনিয়ায় আমি জন্মে ভীষণ দামী
প্রেম ছুঁয়ে তাই আমিও স্বার্থপর
ফেরারী সুখের খোঁজে রয়েছি চক্ষু বুজে
ভুলেছি ঠিকানা ছোট্ট মাটির ঘর।
নিজস্ব সংলাপ - ৩৮৪
---------------- আনোয়ার মজিদ
ভালোবাসি বলেই বন্ধু
করলে আমায় হেলা
শুধায়না যে তারেই ভাবো
সকাল সন্ধ্যাবেলা।
নিজস্ব সংলাপ - ৩৮৫
----------------- আনোয়ার মজিদ
সুখ ছুঁয়ে দেখলেনা কেউ
অধিক সুখের আশে
সুখী হওয়া তাই হলোনা
দ্বান্দ্বিক সন্ত্রাসে।
নিজস্ব সংলাপ - ৩৮৬
------------------ আনোয়ার মজিদ
স্বাধীন হতে হতে বন্ধু
ঠিকানাবিহীন হয়ে যেয়োনা
ছলনার ছলে ভাসবে নিজেই
উপরি প্রেমের হাল ছুঁয়োনা।
নিজস্ব সংলাপ - ৩৮৭
-------------- আনোয়ার মজিদ
স্বর্গ নরক মনের মাঝে
সুপ্ত হয়ে রয়
কর্মগুনে জীবন ছুঁয়ে
প্রস্ফুটিত হয়।
নিজস্ব সংলাপ - ৩৮৮
----------------- আনোয়ার মজিদ
ভাত চাইনা খেটে খাবো
গাই সাম্যের গান
এক চিলতে মান দেবোনা
যায় যদি যাক প্রান।
নিজস্ব সংলাপ - ৩৮৯
---------------- আনোয়ার মজিদ
কবিতার মেঘ আকাশ জুড়ে
বৃষ্টি হয়ে নামছেনা
কাগজ কলম ফাটছে খরায়
মনোঝড় থামছেনা।
নিজস্ব সংলাপ - ৩৯০
--------------- আনোয়ার মজিদ
সুত্র মেনে অংক কষো
কবিতা ছুঁয়োনা
ভাবের রাজ্যে সুত্র ঘষে
হৃদয় পাবেনা।
নিজস্ব সংলাপ - ৩৯১
---------------- আনোয়ার মজিদ
দুর্বোধ্য লেখা আর
পাঠকবিহীন কবিতা
মূল্যহীন বাক্যাক্ষর
ব্যর্থ মানের সবি তা।
নিজস্ব সংলাপ - ৩৯২
------------------ আনোয়ার মজিদ
আকাশের মেঘ বৃষ্টি হয়ে ভিজায় সারা দুনিয়া
আকাশ ভিজেনা
মনোমেঘে বৃষ্টি হলে কাকভেজা হয় নিজে মন
অন্যে বোঝেনা।
নিজস্ব সংলাপ - ৩৯৩
----------------- আনোয়ার মজিদ
কেউ বোঝেনা দুঃখ কারো
লুকিয়ে রেখো আপনায়
সুখ যদি চাও বিলিয়ে দিতে
বিলিয়ে দিও নির্দিধায়।
নিজস্ব সংলাপ - ৩৯৪
------------------ আনোয়ার মজিদ
অযাচিত মেঘ বৃষ্টি হয়ে
ঝড়ছে অবিরাম
বিপদসীমা ছুঁইছে যে মন
হয় বুঝি বদনাম।
নিজস্ব সংলাপ - ৩৯৫
----------------- আনোয়ার মজিদ
অতঃপর নারী, দিবসে ঢুকোনা
পূর্ণাঙ্গ বছর তোমার
ভোগবাদীদের কৌশলে হেরোনা
পৃথিবী তোমার আমার।
নিজস্ব সংলাপ - ৩৯৬
---------------- আনোয়ার মজিদ
মেঘলা দিনে একলা থাকার
দায় নেবোনা আর
তোমার চোখের কাজল মেখে
ঘুচাবো অন্ধকার।
নিজস্ব সংলাপ - ৩৯৭
---------------- আনোয়ার মজিদ
ভালোবাসায় যাই বিকিয়ে
যুদ্ধে কেনো ডাকো
মন ঘুরিয়ে প্রেম সরিয়ে
ক্ষুব্ধ হইও নাকো।
নিজস্ব সংলাপ - ৩৯৮
---------------- আনোয়ার মজিদ
সুখ বাটলে আরও সুখী
দুঃখ বাটলে কমেনা
ভাঙলে সুদিন অধিক সুজন
বাড়ায় মনের যন্ত্রণা।
নিজস্ব সংলাপ - ৩৯৯
-------------- আনোয়ার মজিদ
স্মৃতি তুমি যৌবন প্রাপ্ত হও
আমিতো যুদ্ধে আছি
চলমান সুখ বৈরী বাউল
তোমায় নিয়ে বাঁচি।
নিজস্ব সংলাপ - ৪০০
---------------- আনোয়ার মজিদ
টাকায় যারা সুখ খুঁজেছে
সেই পড়েছে ফাঁদে
বয়স যখন ছোঁয় সীমানা
ডুকরে ডুকরে কাঁদে।