পাষাণে বিছাই রক্তে কেনা বর্ণমালা
রক্তস্নানে বিবেক অবসরে
সভ্যতা আজ হাতুড়ে ডামাডোলে
আস্ফালনে মত্ত অহঙ্কারে।
ভাইরাস কুঁড়ে খায় শাড়ির আঁচল
সোনার খাঁচায় কলঙ্কিত সুখ
ভাষাহীন রাজপথ, মানব চোয়াল
প্রেমহীন অসার বাংলার মুখ।
পাষাণে পাষাণ বাঁধি অবহেলায়
শব্দ ভাঙ্গে যৌবনের করিডোরে
জল ধুয়ে যায় জলে
বজ্জাতি কৌশলে।