লজ্জাবতী পাতার মত চোখের পলক ফেলে
একটু হেলে করলে সম্ভাষণ
অপ্রস্তুত আমি গতানুগতিক দেই প্রতিউত্তর।
পাশের আসন খালি বসলে আলতো করে
চোখ নামিয়ে দৃষ্টি ঘুরাই অজানা লাজে
কিছু বলতে চাইলে। বলনি।
অনুষ্ঠানের ডামাডোল শুরু। হঠাৎ দাড়ালে
আলতো পায়ে সরে গেলে দৃষ্টিসীমার বাইরে
মোহমুগ্ধ আমি রইলাম বসে।
তুমি এসেছিলে। সত্যিই। এখনো তোমার ঘ্রাণ
হৃদয়ে স্পস্ট। চুল ছোঁয়া বাতাসের শিহরণে
উদ্বেলিত মন। চোখের ল্যান্সে তোমার ছবি।
চলে যাবে বলেই এসেছিলে! বুঝিনি এতটা
জানি ফিরবে আবার। স্বপ্নের তুমি। এই আমি
ভুল করেও আর ফেরাবোনা চোখ জেনে নিও।