এক অদ্ভূত নারী তুমি!
বাহ্যত ভেসে বেড়াও ছাদখোলা বুকে
চোখেমুখে লেপ্টে থাকে বিহবলতা, শশবিন্দু।
সিন্ধুতরঙ্গ থেকে প্রমত্তপদ্মার মতো ক্রর হাস্যে...
কন্ঠস্বরে অবাধ অবাধ্যতা যেনো তোমার সহচর,
তোমার স্পর্ধাহীন কামিনী বক্ষ বিভাজিকায়
যদিও সমস্ত দৃশ্য চুপচাপ হেঁটে যায়....
অথচ আমার স্নায়ু জগতের পুরোটাই দখল নিয়েছ!
সিগেরেটের টানের মতোই বর্ণহীন, উজান ভাটার মতোই অতিক্রান্ত আমার জীবন চুম্বনহীন, শুষ্ক।
সমস্ত নির্জনতা ভেদ করে আমার বুকেও আজ
জেগে উঠুক তোমার ভাষাহীন কিংবা অপ্রকাশিত অনুভূতিগুলো !