এখন আর
সকালের শুভ্রতা
কিংবা
চাঁদের স্নিগ্ধতা
ছুঁতে পারিনা।

বেঁচে থাকায়-
স্থিতি নেই,
উচ্ছলতা নেই,
কেবলি চরম উৎকণ্ঠা!

গণতন্ত্রও যেনো-
গণ মানুষের
ভাষা বুঝেনা!

অহরহ-
অমানুষের ভীড়
নিরাবরণ অন্ধকার!

তবুও
কেটে যায়
যাযাবর সময়!