বহু পুরোনু কিছু ছবির সাথে ভাব জমালাম
ছবিগুলো হঠাৎ-ই জীবন্ত রূপ নিলো!

বিউকার্ডের ছবি-শর্মিলা ঠাকুর,অর্ড্রে, হেপবার্ন
এবং আমাদের নায়িকা সুনেত্রা!

ঝাপসা আবরণ সত্ত্বেও জীবন্ত হয়ে উঠা ছবিগুলো
আমাকে ফিরিয়ে নিলো কৈশোরের ভেজা উল্লাসে,
রাঙিয়ে দিলো ৮০/৯০' র দশকের কিছু মুহুর্ত!
-
কৈশোরে জেগে উঠা প্রেম,
চোখ আটকে যেতো সেলুলয়েড এর ফিতায়
কিংবা সিনে ম্যাগাজিনের পাতায়......
এইভাবেইতো এসেছিল প্রেম, প্রেমানুভূতি!

খুব মনে পড়ে গেলো-
পাড়াগাঁয়ের পুকুরপাড়, বৈতাল গাছের তলায়-
প্রেমহীন-প্রেমদাসের জীবনাচরণ!
ভিউকার্ডের ছবিগুলো...
আজ জাগিয়ে দিলো আরো কত যে রমনীর মুখ!