তোমার পথ চেয়ে থাকতাম
অতপর; তোমার দিকে
অপলক তাকিয়ে থাকতাম!
তোমাকে ভালবাসতাম তাই
সে পথটিকেও ভালবেসে ফেলেছি
যে পথে তুমি আসতে প্রতিদিন।
ভালবাসতাম নীলরঙ
নীল তোমারও বিষম প্রিয় ছিল তাই।
তোমার জন্য- ভালবাসতাম কবিতা
কেননা তুমিই যে ছিলে কবিতার উপমা!
একদিন তোমার হাতে দেখেছিলাম
হিমুর হাতে নীলপদ্ম
তাইতো মাঝে মাঝে হিমু হতাম!
পকেটবিহীন পাঞ্জাবী পড়ে রৌদ্ররে হাঁটতাম
কিংবা বৃষ্টিতে ভিজতাম!
তুমি ভালবাসতে রবীন্দ্র সংগীত, আমিও
তুমি ভালবাসতে সমুদ্র, আমিও
তুমি ভালবাসতে আকাশ, আমিও
তুমি ভালবাসতে আইসক্রিম, আমিও
তুমি ভালবাসতে লাল গোলাপ, আমিও
আজো আমি ভালবাসি তোমাকে
তুমি হয়তোবা অন্য কাউকে...!