মনের গভীরে তোমার পদচারণ
তাইতো বুকের ভেতর টিক টিক শব্দ বাজে
ভালবাসার কাব্য রচিত হবে অনুক্ষণ।
রোজ আমি শব্দ কুঁড়াতে থাকি
শিশির ভেজা ভোরে, তপ্ত রোদে,
শান্ত বিকেলে কিংবা মধ্য রাতে।
শব্দগুলোও বড্ড হিংশুটে,
স্বীকৃত কবিদের কাছে ভিড় করে
তবুও ভালবাসার কাব্য রচিব হবে,
হোক ভুল শব্দে কিংবা ভুল বানানে।
আমি লিখব ভালবাসার জন্য
নিতান্তই ব্যাক্তিগত
লাল, নীল, সবুজ, গোলাপি
কিংবা সাদা অনুভূতিগুলো রং ছড়াবে
ডানা মেলবে আকাশে, বাতাসে...
তোমার মন যদি নাও বিকোয়
তবু শব্দগুলো উৎসর্গিত হবে
আমার আমৃত্যু ভালবাসায়।
মৃত্যুর পর প্রতিটি শব্দমালা
আমার সমাধিতে হলেও রেখে দিও প্রিয়।