এই শহরে মিছিলে মিছিলে জেগে উঠে ক্রোধ আর দাবী, বিরক্ত সব মুখোশ!
কতিপয় সাম্রাজ্যবাদীর পয়ঃ প্রণালী দিয়েও যদি আসে
দু' মুঠো ভাত, নাক ডাকা নিরবিচ্ছিন্ন ঘুম তবে আসুক....
মুক্তির ভেতর কলঙ্ক হলেও সমস্ত দৃশ্যপট চুপ থাকবে!
পুনশ্চঃ প্রবাহমান সব সংশয় ঝেড়ে ফেলে উম্মাদ প্রাণের স্পর্ধায় কিংবা
কোন এক লেলিহান ঝড়ে যদি জন্মনেয় নতুন কোন রূপরেখা
তবে কী দুর্ভাগা জাতির দুঃখ মুছে যাবে? কেটে যাবে অন্ধকার?
যদি তাই হয়, তবে....
উত্তর প্রজন্ম জেনে যাক পরিবর্তনের জন্যই বিপ্লব অপরিহার্য
কিংবা পুনর্জন্মের জন্য প্রতিবিপ্লবও হতে পারে।