উষ্ণনীল ভালবাসাময় তোমার উজ্জ্বল বিভা, অতপর; চোখ থেকে ঠিকরে আসা লাবণ্যের রোদ আমার হৃদয় ছুঁয়েছে,
ইচ্ছে আমার রাত চরা পাখির মতো কল্লোলিত হবো তোমার বুকে
ঘাইহরিণীর মতো মোলায়েম অথচ প্রমত্তা পদ্মার মতো উত্তাল শিহরণে
সেদিন বাহুডোরে দন্ডিত পুরুষ ভুলে যাবে কাক ডাকা ভোর কিংবা সূর্যালোক
চুনকামহীন অনাবৃত শব্দরা হাঁটবে কিংবা উড়বে
আচমকা ওদের উল্লাস রূপ নেবে একখণ্ড মিছিলে।