সীমান্তভেদ করে চলে গেছে তোমার দৃষ্টিরেখা,
হয়তোবা তুমি নও, অন্যকেউ। কিংবা
হতে পারে দৃষ্টিভ্রম পথিক,
ভুল মানুষের মনোলৌকিক পথচলা।
কিংবা আমি, যে কিনা শুধুই একজন ভুল মানুষ!
কিছুকিছুু ছেঁড়া কাগজের পলায়ন কিংবা উড়ে যাওয়া ইতিহাসের পাতারা....
হয়তোবা সময়ের ক্রীতদাস হয়ে পূর্বপুরুষের প্রায়শ্চিত্ত করে চলেছি।
শরীর সর্বস্ব হেঁটে চলা...
কিন্তু এই মনটা যে আজ উড়ে যেতে চাই গাঙচিলের ঠোঁট ছুঁয়ে...