গভীরতর হচ্ছে রাত, অন্ধকার ঘর,
একটি গোখরো লিকলিকে জিভ,
ধীরেধীরে ফনা তুলছে,
শুকে নিচ্ছে মানবদেহের ঘ্রাণ,
অতপর রক্তের স্বাদ পরখ করছে।
প্রায়শ স্বপ্নের ভেতর
কালো গোখরাটি ঘুরেফিরে আসছে,
মাঝেমাঝে গোঙানো শব্দসংক্রমে
রাত হয়ে যায় অচেনা কোনো গ্রহ।
ও গ্রহে শুনি- কতগুলো বৃদ্ধ ও
যুবক- যুবতীর ভয়ার্ত চিৎকার।
ভিন্ন কিছু আত্মার পদধ্বনি
তখনো অদূরে একটি দূর্বোধ্য রাগ সংগীত
বেজে চলেছে..
স্বপ্ন ভেঙে গেলে দেখি দমকা হাওয়া
উড়ে নিয়ে যাচ্ছে জীবনের হালখাতা।