এখানটায় বিস্তীর্ণ এলাকাজুড়ে শিমের চাষ, ঝিঁঝিঁ পোকার উল্লাস। মাথার উপর নীলাম্বরী আকাশ; প্রকৃতির অদ্ভুত সম্মোহনে-প্রেম জাগে। প্রেম এবং প্রকৃতির সংগমে শব্দরাও জেগে উঠে।
প্রিয়ংবদা,
একবার যদি তুমি ফিরে এসো, ঝিঁঝিঁ পোকার গান,
নীলাম্বরী আকাশ, কবিতার জমিন তোমাকে দিয়ে বলতাম এই নাও ভালবাসার উপহার।