ব্লু বার্ডসগুলো সাগরের পাড় ছুঁয়ে
চলে যায় আকাশপানে, দূর দিগন্তে...
নীল পোশাকে সেজেছে আকাশমণি,
তুমিও নীলাম্বরী।
ভূ-গর্ভেও আজ মাতাল হাওয়া বইছে
উদ্দাম কোলাহলে মাতোয়ারা শিশুপাল।
তুমি, বুকের খুব কাছে আছো বলে
আমিও উম্মাদিত।
মনে পড়ে, শুধু তোমার জন্য কাটিয়েছি
হাজারো বিনিদ্র রাত, কবিতার সাথে গড়েছি সখ্যতা।
তুমিই ছিলে কবিতার একমাত্র উপমা।
তুমি আছো বলেই আজ সমগ্র নীল আকাশ,
কিংবা সমস্ত পৃথিবীর সুখনিনাদ শুধুই আমার।
দূরে সরে গেছে পৃথিবীর সমস্ত মতবাদ
মস্তিষ্কের নিউরন গুলো প্রেমোদগম।