মৃত্তিকা-
তোমার ছোঁয়ায় উত্তপ্ত হয়ে ওঠে আমার যৌবন!
পাপ ও দুঃখের ছায়াপথে নুয়ে পড়ে
কংক্রীট দেয়াল, চিরহরিৎ বৃক্ষ, মায়াবী রোদ!
তুমি যখন হাত বাড়িয়ে দাও-
আমার চোখ, মুখ, ঠোঁটে জেগে ওঠে ক্রুদ্ধ তেজ
যদিও ভেতরের প্রতিধ্বনি সবটায় যেনো প্রবাহমান নদী....
বুক পেরিয়ে ঠোঁট, মুখ পেরিয়ে মন....
তুমি আজ শুধু নারী নও, আগুন, আগুন!