বাতাসে মর্মর বাজে,পাখির শিস
মাছেদের ডুব সাঁতার, কৌণিক চাঁদ-
ছায়াবৃত রমনী হেঁটে যায়...
মৃদঙ্গের সুর তুলে- ভাজনাখোলা বুকে!
শারঙ্গ সময়ে, ওরে ও মনোহারিণী-
তুইও কী চরণদাসী!