আধপোড়ানো শরীর আমার
মনপোড়ানো যৌবন,
তবুও এই জীবনে তুই-ই তো আছিস
এলেবেলে জড়াজড়ি!
প্রায়ান্ধকার দুঃখের দৃশ্য পেরিয়ে
অন্তরীক্ষে তুমুল তুফান,
গোপন গভীর নির্জনতায়....
যখন তোকে ছুঁয়ে দেয় আমার হাত
হৃদয় জুড়ে বৃষ্টি নামে, নামুক
চল্লিশের বুক রেখেছে বেঁধে, হৃদয়পুরে
কথা দিচ্ছি-
মৃত্যুর কাছাকাছি দূরত্বে থেকেও
তোর সঙ্গে বাদবাকি কাটাব জীবন।