উজাড় করে ভালবাসা দিয়েছি তোমাকে
তোমাকে ঘিরেই অবিরত স্বপ্নের বীজ বুনেছি
তোমার মায়াবী কিংবা উৎকণ্ঠিত চোখেমুখে
অবলীলায় কোলাহল এবং স্তব্ধতা ছুঁয়েছি।
তোমার অঞ্জলিতে অজস্র ফুল ও উপমা দিয়ে
এমন একটি কবিতা লিখেছি যার প্রতিশব্দ-
হয়ে দাড়িয়েছে দিগম্বর মধ্যরাতের শীৎকার!
ঝিঁঝিঁপোকার শব্দের মতো প্রতিধ্বনি আসে
জলের ফুটোর ভেতর বয়ে চলে রক্তের প্রবাহ!
প্রাচীন গোধূলীর মতো তোমার যৌবনরেখা বরাবর ছেচল্লিশের বুক কাঁপে, বিস্ফোরিত হয় হৃদযন্ত্র।