স্মৃতির মায়াজাল কিংবা সময়ের বিভ্রম
হয়তোবা কিছু মুহুর্তের মনস্তত্ত্ব
বুঝার অক্ষমতা...
এই সময়টায় আমার ভেতরে ছায়া ফেলেছে প্রাগৈতিহাসিক যুগের অন্ধকারপ্রায়...
কতগুলো অস্পষ্ট বর্ণমালা হামাগুড়ি দেয়ার চেষ্টারত।
প্রিয় মধুরতা....
ঠিক তখনি জেগে উঠছে তোমার দেয়া একটি কলম।
ক্রমশ বেড়ে উঠছে কবিতার শরীর।
তুমি চলে গেলেও সেই কলমটি হয়ে উঠছে
আজ আমার প্রেমিকা।