তোমার চোখ যখন নেচে উঠে, একটু হাসে
অন্তপুরে আমিও পুলক পবনে প্লাবিত হই
আজ বিকেলটা অপরূপ সেজেছে, ভীষণ নরোম
যেমনটি যাদুর আয়নার শোভিত
সুন্দরীর উজ্জ্বলতা
পৌরষের বিপরীতে স্পন্দিত রমনীর আকাঙ্খায়
বিমূর্ত চোখের আভায় প্রকৃতির শিল্পরূপ
নির্মাণ
হৃদপিণ্ডে একটি একটি করে গোলাপ ফুটে
শরীর থেকে সর্বস্ব খুলে-
জেগে উঠে প্রাচীন আদিমতা
সুগন্ধির সঙ্গে উৎপাদন যন্ত্রের অবাধ কোলাহলে
কবি ও কবিতার প্রাণে প্রদীপ্ত বাসনা জাগে।