মৃত্তিকা , এই অন্তরীক্ষে তুমুল পরিবর্তন হয়ে গেছে
এখানে এখন ক্রুদ্ধ অরণ্য, করবী ফুটেনি বহুকাল!
তালতলা এখন নেশাগ্রস্ত মাতালদের ঠিকানা
শীতলঝর্ণায় বয়ে যাচ্ছে বেশ্যাপাড়ার কোলাহল
মনে কী পড়ে-
একবার অন্ধকারে লুকিয়ে ছিলে উত্তাপ ছুঁয়ে দেখবে বলে
সেদিন তোমার ঠান্ডা বুকে জেগে উঠেছিলো খসখসে হাত,
জানিনা, তোমার উপচে উঠা বুকে এখনো তরঙ্গ আছে কিনা!
তবুও যে একটিবার তোমাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে হয়।