পাখি ও বৃক্ষের পাতার পিউপিউ শব্দে
প্রত্যহ সকালটায় জাগ্রত হই
প্রকৃতি কিছু সাংকেতিক চিহ্ন ও শব্দ আমাকে উপহার দেয়,
মুগ্ধতায় আবিষ্ট হই,
প্রজাপতির সাথে নেচে উঠি, গান গাই।
পাহাড় ও সমুদ্রকে আহবান করি-
এসো, কাছে এসো।
তবুও প্রতিদিন-
মন দেয়ালে শামিয়ানা টাঙিয়ে রাখা সত্ত্বেও
ঢুকে পড়ে যান্ত্রিক কোলাহল
এই যান্ত্রিকতায় আমার দম বন্ধ হয়ে যায়!