মায়াজালে-ছায়াজালে,
ভূমির অলিন্দে-বহুরূপ স্পর্শে-
লাল, নীল, গোলাপি আভায় পাপ জমে যায়!
কুমারী শরীরের স্পন্দন যদি জেগে উঠে,
উত্তেজনায় যদি বৃষ্টি নামে,
এবং চোখের ভেতর তোমার বুক, তবে কী পাপ?
পুরুষ কেঁপে উঠে শিল্পে, পণ্যে, নারীর দেহলতায়!
কর্পোরেট প্রণোদনা-সময়ের উম্মাদনা।
প্রকৃতিতে তুমি, আমি মিশে যায়,
তবে কী ছুঁয়ে গেছে পাপ?
প্যাপিলোমা জাতীয় ভাইরাস!
সবটায় প্রবাহমান নদী এবং দীর্ঘশ্বাস!