তোমার প্রাণোচ্ছল হাসি
স্নিগ্ধ বদন, নীল আঁখিদুটি
সমস্তটুকু হরণ করে নেবো,
যে পথ মাড়াবে তুমি,
আমিও যাবো সে পথে।

কেননা...
একজন ঐশ্বরিয়া কিংবা
ক্লাউডি শিপার্ডে মুগ্ধ হইনি!
ডায়ানা কিংবা ভিক্টোরিয়ার রূপে
আলোড়িত হইনি কখনোই।

অথচ...
তোমার প্রখর দ্রুতিতে
আমি দুমড়ে-মুচড়ে যায়,
হেরে যায় প্রতিনিয়ত।

তিলোত্তমা-তুমি!
বিরামহীন অন্তর বাজাও!