জল্লাদের রশির টান একটি জীবনের ইতি ঘটিয়ে দিলো!
গতকাল এই চিত্রটিই যেনো মস্তিষ্কে ঘুরেঘুরে, ভনভন করতে লাগলো,
বিদঘুটে এক জল্লাদের চেহারায় যেনো হাজির হচ্ছে বারবার।
গা ঘুলিয়ে যাচ্ছে....
উৎকট গন্ধগুলো যেনো খাটের সাহচর্য্য লেপ্টে আছে
জল্লাদটিকেও আমার খুব চেনাচেনা লাগছে, খুব চেনাচেনা লাগছে।
সত্যিইতো! যে ছিল ছিঁচকে চোর,
ক্রমে মফস্বলের ভূমি খেকো,
একদিন নেতা বনে গিয়েছিল রাজনীতির মাঠে।
পরিচিত শহরে মাগীবাজিও করতো!
কিভাবে যেনো একদিন কারাগারের প্রসিদ্ধ জল্লাদ হয়ে গেলো!