বাহুবলে উল্টে গেছে সংবিধানের পাতা
বিবর্ণ পতাকাখানি লুটে গেছে সেনার পাদুকায়
ইতিহাসের ভুল পাঠ-খসে পড়েছে পৃথিবীর ভূস্বর্গ!
মজলুমের ডাক-
ভূমধ্যসাগরে তলিয়ে যায় বারবার,
তবুও স্বপ্নের ভেতর জেগে উঠে ঘুমন্ত মানুষ।
হয়তোবা একদিন জেগে উঠেই স্বপ্নের ছোঁয়া পাবে।