আমার অনুর্ভর মস্তিষ্কে প্রায়শ
উদ্ভট শব্দরা কিলবিল করছে
সেখানে পেন্টাগনের কূটনৈতিক
সভা চলে হয়তোবা,
শব্দের তীব্র কোলাহল, যথাক্রমে
শক্তি, পুঁজি, যুদ্ধ, রক্ত, নিয়ন্ত্রণ,
ধর্ম, রাজনীতি, নেতৃত্ব, সাম্রাজ্যবাদ।
স্বপ্নের ভেতর এই শব্দগুলোকে
হত্যা করছি প্রতিদিন।
ক্রমশ ঘনীভূত অন্ধকারে
প্রত্যহ স্বপ্নরাও পরিবর্তিত হয়,
যেখানে একজন অষ্টাদশী সুন্দরী
পেখম মেলে আছে....
সত্যি বলছি- তুমিই সেই অষ্টাদশী!
যে স্বপ্নের প্রতি আমার স্পষ্টত
পক্ষপাত রয়েছে।